top of page
Search

10টি উপায় অনুসরণ করে আমরা নভোচারী হওয়ার লক্ষ্যে আমাদের যাত্রা শুরু করতে পারি।

আমরা অনেকেই Astronaut হতে চাই, কিন্তু কোথা থেকে শুরু করব বুঝতে পারি না। 10টি উপায় অনুসরণ করে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি।

তাহলে চলুন জেনে নি কোন ১০ টি উপায় অনুসরণ করে আমরা নভোচারী হওয়ার লক্ষ্যে একধাপ এগিয়ে থাকবো।

1. NASA ইন্টার্নশিপের জন্য আবেদন করে। 2. আর্টেমিস স্টুডেন্ট চ্যালেঞ্জে অংশগ্রহণ করে। 3. NASA EXPRESS-এ সদস্যতা নিয়ে। 4. ASTRO CAMP® বা স্পেস ক্যাম্পে যোগদান করে। 5. একজন মহাকাশচারী হতে আসলে কী লাগে তা ভালোভাবে জেনে। 6. ক্যারিয়ারের পথে আপনাকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আপনার পছন্দের একজন পরামর্শদাতাকে খুঁজে। 7. সক্রিয় থেকে। 8. বিজ্ঞান ও প্রকৌশল মেলায় অংশগ্রহণ করে। 9. গ্রাজুয়েট এবং প্রফেশনাল স্কুল বা পাইলট ট্রেনিং প্রোগ্রামে আবেদন করে। 10. STEM ক্লাস এবং ক্লাবগুলিতে নথিভুক্ত করে।

Mir Lihan Ahmad Aspiring Astronaut, Bangladesh

 
 
 

Comments


REPRESENTATIVE

International Union of Natural Resources

save.iunr@gmail.com

01944-143880

Sputniks Astronomical Society

astrosociety07@gmail.com

01701-328902

Copyright ©2022 । Aspiring Astronaut Bangladesh । Build with by Mir Lihan Ahmad

  • Facebook
  • LinkedIn
  • Instagram
  • YouTube
  • Vkontakte
bottom of page