গ্রহণ একটি বর্ণিল ও আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা।
- Mir Lihan Ahmad
- Sep 27, 2022
- 2 min read
Updated: Sep 28, 2022
গ্রহণ একটি বর্ণিল ও আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা। সে কারণেই গ্রহণকে ঘিরে গড়ে উঠেছে নানাধরনের পর্যটন আকর্ষণ। আধুনিক বিজ্ঞানের কল্যানে আমরা একটা জিনিস স্পষ্ট জানি যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে এবং পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ। তাদের এই ঘূর্ণনের কারনে কোন কোন সময় সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সরলরেখায় চলে আসে। যার ফলে চন্দ্র ও সূর্যগ্রহনের মত মহাজাগতিক ঘটনা ঘটে।
সূর্যগ্রহন চন্দ্রগ্রহনের চেয়ে বেশি হয়। স্বাভাবিক ভাবে বছরে দুইটি চন্দ্র গ্রহন হয় এবং মাঝে মধ্যে হয়ও না এমনকি কোন কোন বার তিনবার হয়ে যায়। সূর্যগ্রহন বছরে দুই থেকে পাঁচবার হয়। তবে পাঁচবার খুব কমই হয়। ১৯৩৫ সালে শেষ ৫ বার সূর্য গ্রহন হয় এবং ২২০৬ সালে আবার এক বছরে পাঁচটি সুর্যগ্রহন দেখবে পৃথিবী।
চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ এর মধ্যে পার্থক্য: ১. সূর্য ও চন্দ্রের মাঝে যখন পৃথিবী আসে তখন চন্দ্রগ্রহণ হয়। একইভাবে পৃথিবী ও সূর্যের মাঝে চন্দ্র আসলে সূর্যগ্রহণ হয়। ২. যখন সূর্যগ্রহণ হয় তখন যেটি ঘটে তা হলো, সূর্যকে যা আড়াল করে দেয় সেটি হল চাঁদ। চন্দ্রগ্রহণ হল ঠিক এর বিপরীত অবস্থা। ৩. সূর্যগ্রহণ হয় অমাবত্সায় বা চান্দ্রমাসের শেষ দিন । চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমায় বা চান্দ্রমাসের ১৪ বা ১৫ তারিখে । ৪. সূর্যগ্রহণ দিনের বেলায় টেলিস্কোপে সানফিল্টার লাগিয়ে পর্যবেক্ষণ করতে হয় । অপর দিকে চন্দ্রগ্রহণ রাতের বেলা খালি চোখে দেখা যায় ।
কিভাবে সূর্যগ্রহণ দেখবেন? ১৩ ও ১৪ গ্রেডের ওয়েল্ডিং গ্লাস বা আর্ক গ্লাস দিয়ে নিরাপদে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করা যাবে। ১১ গ্রেডের ওয়েল্ডিং গ্লাস দিয়েও সূর্যগ্রহণ দেখা যাবে। সেক্ষেত্রে দুটি গ্লাস একত্র করে তারপর দেখতে হবে। তবে পিনহোল ক্যামেরা অথবা টেলিস্কোপ প্রোজেকশনের মাধ্যমে সূর্যগ্রহণ দেখার সেরা উপায়।
কিভাবে চন্দ্রগ্রহণ দেখবেন? সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখতে কোনো আলাদা সতর্কতার প্রয়োজন নেই। খালি চোখেই এই গ্রহণ দেখা যেতে পারে। তাতে চোখের ক্ষতির কোনও আশঙ্কা নেই। তবে টেলিস্কোপের সাহায্যে এই গ্রহণ দেখলে নিঃসন্দেহে গ্রহণের সৌন্দর্য আরও তীব্র ভাবে ধরা পড়বে।

Comments