ইতিহাসে প্রথমবারের মতো সূর্যকে স্পর্শ করল নাসার মহাকাশযান ''পার্কার''
- Mir Lihan Ahmad
- Sep 27, 2022
- 1 min read
Updated: Sep 28, 2022
ইতিহাসে প্রথমবারের মতো সূর্যকে স্পর্শ করল নাসার মহাকাশযান ''পার্কার'' সভ্যতার ইতিহাসে প্রথমবারের মতো সূর্যের বলয়ে পৌঁছে গেছে মানুষের তৈরি মহাকাশ যান ‘পার্কার সোলার প্রোব’। ২০১৮ সালে পৃথিবী থেকে সূর্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল পার্কার। ২০২১ সালের ২৮ এপ্রিল সূর্যের উপরের বায়ুমণ্ডলকে ভেদ করে ঢুকে যায় নাসার মহাকাশযান পার্কার। এর আগে সূর্যের খুব কাছাকাছি গেলেও এত কাছে এর আগে কখনও যেতে পারেনি পার্কার। তবে এবার প্রথমবার সূর্যের বায়ুমণ্ডলকে ছুঁয়ে ইতিহাস তৈরি করল পার্কার। শুধু তাই নয়, সেখান থেকে কুড়িয়ে এনেছে নমুনাও। মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম। আমেরিকার মহাকাশ সংস্থা নাসা সূর্যের বলয় স্পর্শ করার এ ঘটনাটিকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছে। সূর্যের আবহাওয়ামণ্ডলের যে স্তরে সৌরযানটি পৌঁছেছে তার নাম ‘করোনা’।

Comments